
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বুধবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি স্কুলে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আগুন লাগার ঘটনার খবর পাওয়ার পরই স্কুল প্রতিপক্ষ এবং স্থানীয় জনগণ দ্রুত দমকল অফিসে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টাতে স্কুলের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার ঘটনায় কোনও ছাত্র-ছাত্রী আহত হয়নি বলে স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বেসরকারি স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কয়েক'শ ছাত্রছাত্রী পড়াশোনা করেন। তাঁদের বেশিরভাগই আবাসিক হিসেবে ওই স্কুলের পাশেই একটি হস্টেলে থাকেন।
আবাসিক ছাত্র-ছাত্রীদের খাওয়ার রান্না করার জন্য হস্টেলের ঠিক পাশেই একটি রান্নাঘরে একাধিক সিলিন্ডার এবং রান্না করার সামগ্রী মজুত করে রাখা ছিল। আজ সকালে রাধুনীরা যখন রান্না শুরু করেন তখন হঠাৎই একটি গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে রান্নাঘরে আগুন ধরে যায়।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য-ওই আগুন দ্রুত রান্নাঘরে ছড়িয়ে পড়ে এবং সেখানে থাকা সব কিছুই প্রায় পুড়ে যায়। তাদের দাবি ওই স্কুল কর্তৃপক্ষ বেআইনিভাবে স্কুলের রান্না ঘরের মধ্যে একাধিক সিলিন্ডার মজুত করে রেখেছিল। তবে বড় কোনও বিপদ ঘটার আগেই দমকলের ইঞ্জিন আগুন নিভিয়ে ফেলে।
স্কুল কর্তৃপক্ষের তরফে মিল্টন বিশ্বাস বলেন, 'আমাদের স্কুলে বড় কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। রান্না ঘরে ছোট একটি আগুন লাগার ঘটনা ঘটলেও আমরা দ্রুত তা নিভিয়ে ফেলেছি। তবে এই ঘটনায় ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। কারও কোনও ক্ষতি হয়নি। রান্নাঘর থেকে আবাসিক ছাত্র-ছাত্রীদের হস্টেল বেশ কিছুটা দূরে। ফলে হস্টেলেরও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।'
ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম বলেন, 'পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই বেসরকারি স্কুলে ছোটখাটো একটি আগুন লাগার ঘটনা ঘটেছিল। কিন্তু দ্রুত তা নিভিয়ে ফেলা গেছে। কীভাবে ওই আগুন লেগেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।'
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও